সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

উৎসবের ছবিতে নজর কাড়লেন ভাইরাল হওয়া সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১ প্রদর্শন করেছেন

এই তো বছর চার-পাঁচ আগের ঘটনা। অনেকেই বলে থাকেন চোখ মেরেছিলেন তরুণী। যাকে ইংরেজিতে ‘উইঙ্ক’ বলা হয়। মাত্র একটি ভিডিও দিয়েই অল্প সময়ের মধ্যে ভ্রু নাচিয়ে সারা দুনিয়ায় জানান দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।
এ অভিনেত্রীর সেই ভ্রু নাচানো ভিডিওটি ওই সময় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলের রিল থেকে শুরু করে ফেসবুক-ইউটিউবসহ সব মাধ্যমে উঠে এসেছিল ট্রেন্ডিংয়ে। আর ভিডিওটি ভাইরাল হতেই একে একে শিরোনামে জায়গা করে নিতে থাকেন প্রিয়া প্রকাশ।

এবার হয়তো সবার প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের কথা মনে পড়েছে। কিন্তু এখন তিনি কী করছেন তা অনেকেরই অজানা। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। সেখানে প্রায়ই নিজের নতুন নতুন ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। আর তাতেই ঝড় উঠে সামাজিকমাধ্যমে।

ভারতের কেরালার ত্রিশূরে ১৯৯৯ সালের ২৮ অক্টোবর জন্ম প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। বাবা প্রকাশ ওয়ারিয়র একজন কেন্দ্রীয় আবগারি বিভাগের কর্মী এবং মা পৃথা প্রকাশ গৃহিণী। দক্ষিণী এই অভিনেত্রী পড়ালেখা করেছেন ত্রিশূরের সন্দীপনি বিদ্যা নিকেতনে। ২০১৮ সালে ত্রিশূরের বিমলা কলেজে ব্যাচেলর অব কমার্স কোর্সে ভর্তি হন তিনি।

সংবাদমাধ্যম নিউজ১৮ সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণ ভারতীয় উৎসব ওনাম উপলক্ষ্যে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সেই ছবিগুলো ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করতেই এখন ভাইরাল। ছবিতে তাকে অফ-হোয়াইট ও সোনালি সিল্কের ঐতিহ্যবাহী পোশাকে নজরকাড়া দৃশ্যে দেখা গেছে।

সোনালি কাঁচুলি ব্লাউজের সঙ্গ ও সূক্ষ্ম মেকআপের মধ্যে নিখুঁতভাবে আঁকা ভ্রু, ডানাযুক্ত আইলাইনার, কপালে টিপ আর লম্বা বেণীতে ফুল বাঁধা। এ ছাড়া মানানসই গহনাও ছিল। সুন্দর একটি স্বর্ণের নেকলেস সেট, নথ ও স্বর্ণের চুড়ি―এসব যেন সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে দক্ষিণী এ অভিনেত্রীর।

এ উৎসবের কয়েক দিন আগেও ফটোশুটের কয়েকটি ছবি পোস্ট করেন প্রিয়া ওয়ারিয়র। তাতে পান্না সবুজ ফুলের লেহেঙ্গা সেটে দেখা গেছে তাকে। বাদামি আইশ্যাডো, হরিণী চোখ ও চুলের খোঁপায় ছিল লাল গোলাপ। সব মিলিয়ে অসাধারণ রূপে ধরা দিয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি মালায়ালাম সিনেমা ‘মন্দাকিনীতে’ দেখা গেছে প্রিয়া ওয়ারিয়রকে। বিনোদ লীলার পরিচালনায় ও স্পায়ার প্রোডাকশনের অধীনে সঞ্জু উন্নিথানের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন আলতাফ সেলিম, আনারকলি মারিকার ও গণপতি এস পোডুভাল।

প্রসঙ্গত, ২০১৯ সালে গুরু আদার লাভ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়া ওয়ারিয়র। রোমান্টিক ধরানার এ সিনেমার ট্রেলার ইউটিউবে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ৯৭ মিলিয়ন বার দেখা হয়েছিল। সিনেমার গান ‘মাণিক্যায়া মালাড়ায়া পুভি’তে ছিল তার ভ্রু নাচানোর দৃশ্য। ২০২১ সালে তেলেগু সিনেমায় অভিষেক হয় প্রিয়ার। ‘চেক’ ও ‘ইশক’ নামক দুটি সিনেমায় অভিনয় করেন তিনি। কন্নড় সিনেমাতেও কাজ করেছেন। এ ছাড়া হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ