সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ, ১৪ বছর পর ব্যাটিংয়ে শীর্ষ ৫০–এ নেই সাকিব

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮ প্রদর্শন করেছেন
মিরাজ এখন টেস্টে বিশ্বের পাঁচ নম্বর অলরাউন্ডার

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৭ রান, বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারতে দুই ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে।

কানপুর টেস্টের পর আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিরাজ। ৯টি রেটিং পয়েন্ট বেড়েছে তাঁর। এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২৭২। আগস্টে পাকিস্তান সিরিজের আগে ২১৩ পয়েন্ট ছিল তাঁর। ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন ৯ উইকেট।

টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই তিনে আছেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা (১ম) ও রবিচন্দ্রন অশ্বিন (২য়)।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। কানপুরে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটসম্যান ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন কানপুরে দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সাদমান ইসলাম।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম (২৪)। যদিও এক ধাপ পিছিয়েছেন সাবেক এই অধিনায়ক। লিটন দাস সাত ধাপ পিছিয়ে ২০ থেকে ২৭-এ নেমে যাওয়াতেই ওপরে উঠেছেন মুশফিক।

আট ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ৫১ নম্বরে। ২০১০ সালের জানুয়ারির পর এই প্রথম টেস্টে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৫০–এর বাইরে ছিটতে পড়লেন সাকিব। ব্যাটিংয়ে পেছালেও সাকিব বোলিংয়ে এগিয়েছেন পাঁচ ধাপ। ২৮-এ উঠেছেন এই বাঁহাতি স্পিনার।

বোলিংয়ে বাংলাদেশের ১ নম্বর মিরাজ। চার ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন এই অফ স্পিনার। টেস্টে এটাই তাঁর সর্বোচ্চ অবস্থান। তাইজুল ইসলামকে (২০) পেছনে ফেলেছেন মিরাজ। মিরাজ ব্যাটিংয়ে আছেন ৭০ নম্বরে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ