তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা রাজেন্দ্র প্রসাদের কন্যা মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান গায়ত্রী। তার বয়স হয়েছিল ৩৮ বছর।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, হায়দরাবাদের এআইজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গায়ত্রীকে। সেখানেই মারা যান তিনি। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গায়ত্রী বুকে ব্যথা অনুভব করায় ৪ অক্টোবর রাতে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করেও ব্যর্থ হন।
ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ত্রী। মৃত্যুকালে স্বামী ও একটি কন্যা সন্তান রেখেছেন। গায়ত্রী অভিনয়ে নাম না লেখালেও তার কন্যা সাই তেজস্বিনি শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করছেন।