দেশজুড়ে প্রায় টানা চার দিন বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমে এসেছে। আজ রোববার সকাল থেকে বৃষ্টি আরও কমে গেছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার জন্য দেশের চার বন্দরকে দেওয়া সতর্কসংকেত আজ সকাল নয়টার দিকে উঠিয়ে নিতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে।
চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে, ২৮২ মিলিমিটার। রাজধানীতে গতকাল বৃষ্টি হয় ৭৯ মিলিমিটার। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে এসেছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৪ মিলমিটার। আর রাজধানীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে। শুক্রবার থেকে তা আরও কমে যেতে পারে।
আজ সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এবার যে বৃষ্টি হলো, তা মূলত লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। তবে এবারের বৃষ্টির মধ্য দিয়ে মৌসুমি বায়ু বিদায় নেবে, জানালেন আবহাওয়াবিদ নাজমুল হক।
এ কে এম নাজমুল হক বলেন, আগামী শনিবার থেকে বৃষ্টি কমে আসার পর গরম বাড়তে পারে। আগামী মঙ্গলবারের (১৫ অক্টোবর) পর থেকে গরম আরও বাড়তে পারে।