সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ, পাসের হার ৯৪.৯০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫ প্রদর্শন করেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফল ৯ অক্টোবর দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারা দেশে ৩৩৯টি কেন্দ্রের ৮৮০টি কলেজের ৩১টি অনার্স বিষয়ে মোট ৩ লাখ ৪৪ হাজার ৮০ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৯০ শতাংশ। এ ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B.Music Result: https://results.nubd.info/) এ পাওয়া যাবে।

প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি থাকলে ফল প্রকাশের ১ মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আপত্তি-অভিযোগ গ্রহণ করা হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ