সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

লেবানন সীমান্তে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫ প্রদর্শন করেছেন

সিরিয়ার দক্ষিণে লেবানন সীমান্তের কাছে বেইত জিনে একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ইসরাইলি মিডিয়া বুধবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

সিরিয়ার লেবানন সীমান্তে ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইসরাইলি বাহিনী লেবাননের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। যে আগ্রাসনে এ পর্যন্ত ২,১১৯ জন লেবানিজ নিহত এবং ১০ হাজারেরও বেশি আহত হয়েছে।

এদিকে এ ঘটনার কিছু দিন আগে একটি ইসরাইলি হেলিকপ্টার গাজা উপত্যকার রাফা শহরে বিধ্বস্ত হয়। যে ঘটনায় পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং ১০ জন আহত হয়।

গত দুই সপ্তাহ ধরে ইসরাইলি সরকার লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে। যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের এক বছরের বেশি সময় ধরে চলা নিষ্ঠুর অভিযানের একটি সম্প্রসারিত আগ্রাসনের অংশ।

লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায়ও প্রাণ হারিয়েছে ৩৬ জন এবং আহত হয়েছেন দেড় শতাধিক। এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তার কারণে উদ্বিগ্ন। সূত্র: মেহের নিউজ এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ