লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু খাদিজা জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসাতী মো. রাসেল মিয়ার মেয়ে।
মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাসেল মিয়া বলেন, আমার ৫ মেয়ের মধ্যে খাদিজা চতুর্থ সন্তান। ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মেয়েরা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন তারা। পরে খাদিজাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।