মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

দুপুরেই মুক্তি পাচ্ছেন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে জলসীমা অতিক্রম করার অভিযোগে বিভিন্ন সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদের মধ্যে ১৬ বাংলাদেশি জেলেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর নাগাদ তাদের হেফাজত থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। তাদেরকে  কখন আটক করা হয়েছিল, কতদিন তারা মিয়ানমারে আরাকান আর্মির হেফাজতে বন্দি ছিলেন, তাদের পরিচয় কি, আরও কত জন বন্দি আছে, কাদের সঙ্গে যোগাযোগ করে ফেরত আনা হচ্ছে, এ সব বিস্তারিত বিষয়ে দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে নিশ্চিত করেছেন টেকনাফ (২বিজিবির) অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ