সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

ভাণ্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন
ভাণ্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার

পিরোজপুর জেলার ভাণ্ডরিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের কৃষিতে নিষিদ্ধ বালাইনাশ উদ্ধার করেছে। এ সময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে আলমদিনা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারি আব্দুস সালাম নামে এ কিটনাশক ব্যবসায়িকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার সকালে ভাণ্ডরিয়া উপজেলার হরিণপালা গ্রামের কিটনাশক ব্যবসায়ি আব্দুস সালামের বসতবাড়ির গুদাম থেকে নিষিদ্ধ কিটনাশ উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষদ্ধ ঘোষণা করে।

কতিপয় অসাধু ব্যবসায়ি এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মাঝে সরবরাহ করে আসছিলো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর উপপরিচালক দেবশীষ রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার ভাণ্ডরিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ বালাইনাশ উদ্ধার করে।

ওই বালাইনাশক স্থানীয় কিটনাশক ও সার বিক্রেতা আব্দুস সালাম যশোহরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ হতে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলো।

ভোক্তা অধিকার অভিযুক্ত কিটনাশক বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধার করা বালাইনাশক আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার দপ্তরের পণ্য নিরাপত্তা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা বালাইনাশক গত ১০ বছর আগে সরকার নিষিদ্ধ ঘোষণা করে।  কৃষিতে এসব ওষুধ উৎপাদন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ। উদ্ধার করা বালাইনাশক অগ্নিসংযোগ করে বিনস্ট করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিটনাশক ব্যবসায়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ