বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকেই বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে দুশ্চিন্তা ভক্ত-অনুরাগীদের। এনসিপি (অজিত) নেতার খুনের দায় নাকি স্বীকার করে নিয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই।
জানা যাচ্ছে, বান্দ্রার এই ফ্ল্যাটটি বোনের বিয়ের ঠিক আগে অর্পিতাকে উপহার হিসাবে দিয়েছিলেন সালমান। যেটি কিনা চার হাজার স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। আর এই ফ্ল্যাটটি ‘খান’ পরিবারের গ্ল্য়ালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে গাড়িতে মাত্র ৫ মিনিটের দূরে অবস্থিত। এদিকে শোনা যাচ্ছে, সালমানের থেকে উপহার পাওয়া ফ্ল্যাট বিক্রি করে দিলেও ওরলি নতুন একটা ফ্ল্যাট কিনেছেন অর্পিতা-আয়ুশ।
উল্লেখ্য, অর্পিতা খানের সঙ্গে আয়ুশ শর্মার বিয়ে হয়েছিল ২০১৪ সালে। তার ঠিক আগে আগে বোনকে এই ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আদরের ভাই। বিয়ের পর ২০১৬ সালে অর্পিতা-আয়ুশের প্রথম সন্তান, পুত্র আহিলের জন্ম হয়। এরপর ২০১৯-এ তাদের দ্বিতীয় সন্তান, কন্য়া আয়াতের জন্ম হয়। তারা সবাই এই বান্দ্রার ফ্ল্যাটেই থাকতেন।
এদিকে শুক্রবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছে সালমানকে মারার একটি হুমকি বার্তা। যেখানে বলিউড অভিনেতা সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। অজ্ঞাত সেই ব্যক্তি হুমকি দিয়ে বলেন, হালকাভাবে নেবেন না। সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। আর টাকা না দিলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।
তবে অর্পিতা-আয়ুশের এই ফ্ল্যাট বিক্রির সঙ্গে হুমকি ফোনের বা নিরাপত্তাজনিত কোনো কারণ আছে কিনা তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত ফ্ল্যাট বিক্রির বিষয়ে অফিসিয়ালি কোনো মন্তব্যও করেননি দুজন।