মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

যে কারণে দুবাই যাচ্ছেন পূর্ণিমা, সঙ্গী শ্রাবন্তী ও শাকিব

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নাম পূর্ণিমা। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। এখন স্বামী-সংসার সামলেই বলা চলে দিন কাটে তার। মাঝে মধ্যে দেখা যায় শোবিজে নানান রকম কাজে অংশ নিতে। এবার একটি জুয়েলারি প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিতে দুবাই যাচ্ছেন পূর্ণিমা। তার সঙ্গে এই সফরে আছেন আরও একঝাঁক তারকা।

জানা গেছে, দুবাইয়ে একটি শোরুম উদ্বোধন করবেন পূর্ণিমা। তার সঙ্গী হবেন ঢালিউড অভিনেতা শাকিব খান, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেকেই।

দুবাই যাওয়ার দিনক্ষণ জানিয়ে পূর্ণিমা বলেন, আগামী ২৬ অক্টোবর জুয়েলারি প্রতিষ্ঠানটির নতুন শাখা উদ্বোধন হবে। এর আগেই সেখানে পৌঁছাবেন তিনি।

উল্লেখ্য, নব্বই দশকের শেষ দিকে সিনেমায় তার আবির্ভাব। অভিনেতা রিয়াজের বিপরীতে ‌‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে সিনেমা জগতে পা রাখেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত গান-গল্প ও তারকাশিল্পীদের অভিনয়ের মুন্সিয়ানায় সমৃদ্ধ রোমান্টিক গল্পের ছবিটি দর্শকের মনে আজও মুগ্ধতা ছড়ায়।

রোমান্টিক ছবির নায়িকা হিসেবে শাবনূর-পপিদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন পূর্ণিমা। কাজ করেছেন অ্যাকশন, সামাজিক, দেশাত্মবোধক গল্পের ছবিতেও। সাহিত্যধর্মী কিছু সিনেমাতেও গ্ল্যামারাস পূর্ণিমা অভিনয়ের জাত চিনিয়েছেন। টিভি নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপনেও কাজ করে পেয়েছেন ছোটপর্দার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ