শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

সিনওয়ারের মৃত্যুই ইসরাইলের ধ্বংসদূত: খালেদ মেশাল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩ প্রদর্শন করেছেন

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার মধ্য দিয়েই ইসরাইল তার ধ্বংস ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খালেদ মেশাল।

সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হওয়া হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান সিনওয়ারের সম্মানে তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত শোক অনুষ্ঠানে এ মন্তব্য করেন হামাসের এই প্রবাসী রাজনৈতিক নেতা।

মেশাল বলেন, ‘সিনওয়ার ইসরাইলি শাসনের বিরুদ্ধে এক তীব্র ঝড়ের সূচনা করেছিলেন। যা শত্রুদের জন্য একটি ভয়াবহ ভূমিকম্পের মতো। এই ভূমিকম্প ইসরাইলকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে’।

হামাসের এই রাজনৈতিক নেতা আরও বলেন, শত্রুরা সিনওয়ারকে তাদের লক্ষ্য পূরণের স্বার্থে মোকাবিলা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তার জন্য একটি সম্মানজনক মৃত্যু নির্ধারণ করেছেন। তিনি একজন বীর হিসেবে জীবন যাপন করেছেন এবং সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন।

খালেদ মেশাল বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও গাজার প্রতিরোধ বাহিনীগুলো ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং যে কোনো পন্থায় ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা করতে প্রস্তুত থাকবে। সেই সঙ্গে আগ্রাসনের অবসান ঘটাবে- এটাই এই লড়াইয়ের প্রধান লক্ষ্য।

এর আগে গত শুক্রবার হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খলিল আল-হাইয়া এক বিবৃতিতে সিনওয়ারের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি উল্লেখ করেন, ইসরাইলি সরকারের গণহত্যার যুদ্ধে সিনওয়ার নিহত হন, যা গাজা উপত্যকায় এক বছরেরও বেশি সময় ধরে চলমান রয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে এবং এই পরিস্থিতিতে হামাস ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ আরও জোরদার করার অঙ্গীকার করেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ