মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

মমতাকে রূপাঞ্জনার খোলা চিঠি, কী ছিল সেই চিঠিতে?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন

কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎ করে বিজেপি ত্যাগ করেন তিনি। সে সময় রূপাঞ্জনা স্পষ্ট করেননি তার বিজেপি ছাড়া নেপথ্যের কারণ।

তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক খোলা চিঠি লিখে জানালেন তার বিজেপি ছাড়ার আসল কারণ। সঙ্গে পোস্ট করলেন, অভিনেত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর বিজয়ার উপহারের ছবি।

অভিনেত্রী লিখলেন, মাননীয়া, ২০০৭ সাল থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি। তখন স্বল্প বয়স আমার তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়ে ছিলাম তারপর গোটা একটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম। জানার ইচ্ছে আরও বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম। প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার মান সম্মানকে আক্রমণ করতে। কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট।

এই খোলা চিঠিতে রূপাঞ্জনা আরও লিখলেন, আপনাকে আর আপনার নামকে আক্রমণ করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল। আপনার কাছে শুধু একটাই আবেদন আপনি আরও সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই।

অভিনেত্রী লিখেন, আপনার কাছে অনেকে পৌঁছাতে চেয়েও পরে না। কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছাতে দেয় না বা হয়ত কোনোভাবে পৌঁছোনো যায় না। অনেক দরকারি বিষয়ে আপনার পক্ষে সবকিছু জানা সম্ভব হয় না। কিন্তু আপনাকে দায়ে নিতে হবে কিছুর। তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সঙ্গে মানববন্ধন আরও শক্তিশালী হয়ে উঠুক। প্রণাম নেবেন, শুভ বিজয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ