বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।রোববার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।এ উপলক্ষে রোববার বিকেল ৪টায় ঐতিহাসিক ফুটবল মাঠে কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের নেত্বীবৃন্দ উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগানে উদযাপন করেন।
গোসাইরহাট উপজেলার সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু শেখ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় দাশের জঙ্গল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাহিত্য পরিষদ চত্বরে জড়ো হয় যুবদলের নেতা-কর্মিরা।পরে সকল নেতাকর্মীদের নিয়ে যুবদলের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হহয় এবং মিষ্টি বিতরন করে জন্মদিন উদযাপন করা হয়।