শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর উদ্দ্যেগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) বিকাল ০৫ টায় ভেদরগঞ্জ উপজেলা মা প্লাজার সামনে থেকে বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়।
এসময় ভেদরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বি এম মোস্তফা বেপারী জাতিয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ভেদরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন, বিএনপিতে আওয়ামীলীগের কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে ছাড়া দেয়া হবেনা।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন ভেদরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু (মোল্যা), ভেদরগঞ্জ পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জিয়া খন্দকার, সওকত সরদারসহ
র্যালিতে পৌরসভা,নারায়নপুর, রামভদ্রপুর, ছয়গাঁও, মহিষারের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।