সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

ব্যালন ডি’অর না পাওয়ায় হতাশ ভিনি যা বললেন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

অনেকটা ধরেই নেওয়া হয়েছিল চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার উঠতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। সেই হিসেবেই উদযাপনের প্রস্তুতি নিয়ে রাখছিল ভিনি ভক্তরা। তবে শেষ পর্যন্ত হয়েছে তার উল্টো। ম্যানচেস্টার সিটিতে খেলা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এই পুরস্কার। যা রীতিমতো হতাশায় মহাসাগরে ফেলে দিয়েছে ভিনিকে। নিজের হতাশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেছেন ভিনি।

অথচ, দিন তিনেক আগেই বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় মেজাজ হারিয়ে পাবলো গাভিকে উদ্দেশ্য করে ভিনি বলেছিলেন, ‘সোমবারই আমি ব্যালন জিততে যাচ্ছি।’ সেই তিনিই কিনা শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিততে পারলেন না। ঘুচাতে পারলেন না লম্বা সময় ধরে ব্রাজিলিয়ানদের ব্যালন ডি’অরের আক্ষেপ।

এ অবস্থায় চরম হতাশ ভিনি। মাদ্রিদভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ব্যালন ডি’অর পাচ্ছেন না জেনে প্যারিসে পুরস্কার বিতড়নি অনুষ্ঠানেও জাননি ভিনি। বিমর্ষ হয়ে পড়েছেন এই রিয়াল তারকা। ভিনির হতাশার ছাপ পড়েছে তার সামাজিক মাধ্যমেও।

এক্সে হতাশ ভিনি লিখেছেন, ‘দরকার হলে আমি ১০ গুণ শক্তিশালী হয়ে ফেরত আসব। ওরা আমার জন্য প্রস্তুত না।’

উল্লেখ্য, গত মৌসুমে ভিনি দলের ও ক্লাবের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেখানে তিনি গোল করেছেন ২৬টি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। শিরোপার হিসেবে জিতেছেন- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। তবে জাতীয় দলের হয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ।

অপরদিকে রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো।

তাছাড়া গত এক মৌসুমে রদ্রি যেখানে হেরেছেন ১ ম্যাচ সেখানে ভিনির হার ৩ ম্যাচে। রদ্রি পুরো মৌসুমে ১১টি বড় সুযোগ তৈরি করেছিলেন। ভিনি করেছেন ১৯টি। তবে বড় সুযোগ ভিনি মিস করেছেন ২৬টি। রদ্রি মিস করেছেন ৪টি। মৌসুমে রদ্রির গড় রেটিং ছিল ৭.৮৯। অন্যদিকে ভিনির রেটিং ৭.৩৬। এই অবস্থায় ক্লাব আর জাতীয় দলে সমান পারফরম্যান্স আমলে নিয়ে রদ্রিকেই ব্যালন ডি’অর দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ