সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

শেরপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫ প্রদর্শন করেছেন

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদি ফজু মিয়াকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। গ্রেফতার ফজু মিয়া শেরপুর পৌর এলাকার মীরগঞ্জ মহল্লার ইউসুফ আলীর ছেলে।

রোববার রাতে জেলা শহরের নতুন বাসটার্মিনাল সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

র‌্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদি পলায়ন করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রোববার রাতে শেরপুর জেলা শহরের নতুন বাসটার্মিনাল সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ফজু মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ফজু মিয়াকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ