সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

অতীত ভুলে শুভশ্রীর সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন না দেব?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এ মুহূর্তে দুই সন্তান ইউভান আর ইয়ালিনিকে নিয়ে জমিয়ে সংসার করছেন এ অভিনেত্রী। ‘রাজশ্রী’র প্রেমে ভরা সংসারের টুকরো ঝলক হরহামেশাই ধরা পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কের বয়স প্রায় এক দশকের। প্রেম নিয়ে লুকোচাপা করেন না দুজনেই।

তবে একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমসম্পর্ক ছিল ওপেন সিক্রেট। যদিও প্রকাশ্যে কোনো দিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তারা। তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল এ অভিনেতা-অভিনেত্রীর।

দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তারা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন তারা। কিন্তু দেব-শুভশ্রী কি রুপালি পর্দায় ফের একসঙ্গে কাজ করবেন? এমন প্রশ্ন হরহামেশাই তাড়া করে বেড়ায় ভক্ত-অনুরাগীদের।

অবশেষে এ নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেতা দীপক অধিকারী দেব। আনন্দবাজার অনলাইনের এক ব়্যাপিড ফায়ার রাউন্ডে দেবের সামনে প্রশ্ন রাখা হয়েছিল— দেবের সঙ্গে সেরা জুটি কে? শুরুতে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর নাম নেন অভিনেতা। এরপর পরিচালকদের মধ্যে বেছে নেন সৃজিত ও কমলেশ্বর মুখোপাধ্য়ায়কে। অভিনেত্রীদের প্রসঙ্গ উঠতে কোয়েল ও রুক্মিণীর নাম নেন চটপট। এরপর শ্রাবন্তীর নাম নেন এ অভিনেতা। এর পর খানিক ভেবে দেব বলেন, শুভশ্রী আছে, কিন্তু থিংস আর সো… বিষয় সব এদিক-ওদিক হয়ে গেছে। আমার মনে হয় সবার সঙ্গে ভালো জুটি আমার।

শুভশ্রীর সঙ্গে ভবিষ্যতে ফের জুটি বাঁধবেন কিনা?—এমন প্রশ্ন শুনেই দেব বলেন, ‘ডিপেন্ড করছে… আসলে আমার আশপাশের লোক এতটা বুঝে গেছে যে, আমি করব না, তাই আমাকে অ্যাপ্রোচ করবে না।

উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটির সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ থেকে। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু,  ‘রোমিও’—একসঙ্গে রুপালি পর্দা কাঁপিয়েছেন দেব-শুভশ্রী। ব্রেকআপের পরও প্রযোজক দেব তার প্রথম ছবির নায়িকা হিসাবে কাস্ট করেছিলেন শুভশ্রীকে। তবে সেই ছবি (ধূমকেতু) আজও বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে। সহপ্রযোজক রানা সরকারের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে এ ছবির মুক্তি।

দেব-শুভশ্রী ভক্তরা একান্তভাবে চায় মুক্তি পাক এ ছবিটি। সেই ছবির ভবিষ্যৎ কী? দেব সাংবাদিককে সটান বলেন, আপনার কাছে রানা সরকারের নম্বর আছে তো? তাকে জিজ্ঞেস করুন, আমার কাছে নেই।

বিচ্ছেদ থেকে কী শিক্ষা নিয়েছেন? এ প্রশ্নের উত্তরে দেব বলেন, শিক্ষা হয়নি তো, সবাই রয়েছে। টেক্কার প্রচারের ফাঁকে দেব-শুভশ্রীর ‘অমর প্রেমকাব্য’ নিয়ে প্রশ্ন করেছিলেন দেবের সহকর্মী কুণাল ঘোষও। সেই প্রশ্নের জবাবও খুব বুদ্ধিমত্তার সঙ্গেই দিয়েছিলেন দেব।

‘সিলসিলা’ ছবির এক গানে অমিতাভের জন্য রেখার চোখে চকচকে জল স্পষ্ট দেখেছিলাম। আর এক অ্য়াওয়ার্ড শোয়ে শুভশ্রীর চোখেও নাকি তেমন জল দেখেছিলেন ভক্তরা। চোখ তুলে তাকাননি দেবের দিকে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল, ব্যাপারটি কি পুরো ‘সিলসিলা’? —এমন প্রশ্নের উত্তরে মুচকি হেসে দেব বলেন, কিন্তু সেদিন আমি অমিতাভ ছিলাম না, আমি দেব ছিলাম।

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর বহুচর্চিত প্রেম? এই প্রশ্নের উত্তর অজানা, তবে বড়পর্দায় অন্তত তাদের ফের একসঙ্গে দেখার আশা রাখেন ভক্ত-অনুরাগীরা। তার আগে অবশ্য ক্রিসমাসে বড়পর্দায় মুখোমুখি লড়াইয়ে এই সাবেক জুটি। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে শুভশ্রীর পরবর্তী ছবি সন্তান, দেবের খাদানও আসছে বড়দিনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ