মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৮ প্রদর্শন করেছেন

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এ সময় অতর্কিতভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে স্থানান্তর করেন।

নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনার স্থানের এক দোকানদার বলেন, গোলাম সরোয়ার হোসেন মোল্লা একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এরা সবাই পাশ্ববর্তী ইউনিয়ন জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। বিগত দিনে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ