বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহে তিনজনকে মারধর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০ প্রদর্শন করেছেন

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।  রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে আন্দোলনরত ছাত্র-জনতা তাদের প্রথমে জিজ্ঞাসা করে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহ হওয়ায় মারধর করে। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুলিস্তানে ডিউটিরত একাধিক পুলিশ সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

মারধরের শিকার কবির বলেন, আমি মিরপুর থেকে এখানে এসেছিলাম ব্যবসার মালামাল কিনতে। একই কথা বলেন যুবলীগ সন্দেহে মারধরের শিকার মারুফও। তিনি বলেন, আমি চট্টগ্রাম থেকে কাপড় কিনতে এসেছিলাম গুলিস্তানে।

মারধরের শিকার আরেক ব্যক্তি জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর তার ওপর আক্রমণ করেন আন্দোলনরতরা।

এদিন সকাল থেকে শহীদ নূর হোসেনের স্মরণে এবং ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ