নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের লেক থেকে উদ্ধার করা অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশটি সস্তাপুর চাঁদ ডাইং এর মালিক মোহাম্মদ জসীমউদ্দীন মাসুমের (৫৯)।
বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এএসআই রুকনুজ্জামান জানান, বুধবার সকাল ৭টার দিকে উদ্ধার করা লাশটি মোহাম্মদ জসীমউদ্দীন মাসুম (৫৯)। তিনি ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা লাশটি দেখে শনাক্ত করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার তার ছেলে ওবায়দুল ইসলাম শিমু গুলশান থানায় একটা জিডি করেন। তিনদিন পর লাশের পরিচয় মিলে।
স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে ৭ টুকরো করা এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন।
বুধবার রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, সম্ভবত তিন চারদিন আগে তাকে হত্যা করে পলিথিনে মুড়িয়ে এই লেকে ফেলে রেখে যায়। লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।