সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে প্রাক্তনের মামলা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০ প্রদর্শন করেছেন

একের পর এক শিরোপা জয়ের আনন্দে ভাসছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন থেকে রাতারাতি লিভারপুলে এসে তারকা খ্যাতি পেয়েছেন। সেই আনন্দে এবার ভাটা পড়তে যাচ্ছে তার। সাবেক বান্ধবীর করা এক মামলা নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে এই ফুটবলারকে।

কাতার বিশ্বকাপ জয়ের পর বান্ধবী কামিলা মায়ানকে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দেখা গিয়েছিল শিরোপা উদযাপনে। সেই মায়ান এখন আর তার জীবনে নেই। এরইমধ্যে বাল্যবান্ধবী আইলেন কোভার প্রেমে পড়েছেন ম্যাক অ্যালিস্টার। সেই তাকে নিয়েই কাটছিল অ্যালিস্টারের জীবন। তবে এবার অ্যালিস্টারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন তার প্রাক্তন মায়ান। যেই অভিযোগে মামলাও দায়ের করেছেন তিনি।

ম্যাক অ্যালিস্টারের সঙ্গে বিচ্ছেদের প্রায় ২ বছর পর মামলা দায়ের করেছেন মায়ান। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে যে কয়েক বছর কাটিয়েছেন, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ, তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়ই আর্জেন্টিনার এই তারকা বর্তমান প্রেমিকা কোভার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

এসব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ম্যাক অ্যালিস্টারকেও। প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে মাঠে নামার আগে প্রাক্তনের করা মামলা নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই তারকা মিডফিল্ডার। যার উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি একটা সম্পর্কের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক ঘটনা। সে (কামিলা মায়ান) ব্যাপারটি জনসমক্ষে আনতে চেয়েছিল। সে যা অনুভব ও বিশ্বাস করেছে, সেটাই করেছে। কিন্তু আমি জানি ব্যাপারগুলো আসলে কীভাবে ঘটেছে। এ কারণেই আমি একদম শান্ত আছি।’

ম্যাক অ্যালিস্টার আরও বলেন, ‘তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। সে তার পথ বেছে নিয়েছে, আমি আমারটা। ব্যস, এটুকুই। এর বাইরে যদি কিছু থেকে থাকে (মামলাসংক্রান্ত বিষয়াদি), সেটা আদালতের মাধ্যমে ফয়সালা হবে, যেখানে হওয়া উচিত আরকি।’

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর আগামী ২০ নভেম্বর সকাল ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ