শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

নাগা-শোভিতার বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

ঘটনা ২০১৫ সাল। বলিউড অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন দুজনে। দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। জানা গেছে, বিচ্ছেদ ঘোষণার কয়েক মাস আগে থেকেই নাগার সঙ্গে পরিবার বড় করার কল্পনা করছিলেন সামান্থা। কিন্তু সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে আসেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা— কেউ-ই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে গত আগস্ট মাসে তারা বাগদান সারেন। নাগা-শোভিতার বাগদানের ছবি আগেই দেখেছেন ভক্ত-অনুরাগীরা।

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। এবার হবু দম্পতির বিয়ের কার্ডের ঝলক ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেই সঙ্গে তারা যে পূর্বনির্ধারিত দিনেই নতুন জীবন শুরু করতে চলেছেন, সেই খবরেও সিলমোহর পড়ল।

সামাজিকমাধ্যমে শোভিতা ও নাগার বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দুই পরিবারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। লেখা হয়েছে— আমরা আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদের অপেক্ষায় থাকব। যাদের কাছে কার্ড পাঠানো হয়েছে, সঙ্গে বেশ কিছু উপহারও রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ফুল ও শাড়ি।

এদিকে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসছে নাগা-শোভিতার বিয়ের আসর। তবে এই খবরে এখনো কোনো সিলমোহর পড়েনি। দিন কয়েক আগে প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে শোভিতার বাড়িতে। সেই নিয়ে ব্যস্ততা ধুলিপালা ও আক্কিনেনি পরিবারে।

গত ৮ আগস্ট হায়দরাবাদে যখন দুই তারকার বাগদান সম্পন্ন হয়, তার আগে কাকপক্ষীতেও টের পায়নি! এবার বিয়ে। খবর, রাজস্থানের জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তারা। তবে আক্কিনেনিদের পারিবারিক অন্নপূর্ণা স্টুডিওতেও নাকি বেশ কিছু আয়োজন করা হচ্ছে।

জানা গেছে, সেখানেও মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিও অবস্থিত বানজারা হিলসে। ৬০টিরও বেশি ছবির শুটিং হয়েছে সেখানে। তা হলে কি সিনেমার সেটেই বিয়ে সারবেন নাগা-শোভিতা? এসব নিয়ে জল্পনা জোরদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ