মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

নাগা-শোভিতার বিয়ের কার্ড ফাঁস, রয়েছে গাভীর ছবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৯ প্রদর্শন করেছেন

আগামী ৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলছেন দক্ষিণী তারকা অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এবার হবু দম্পতির বিয়ের কার্ডের ঝলক ভাইরাল হয়েছে সমাজিক মাধ্যমে। সেই সঙ্গে তারা যে পূর্বনির্ধারিত দিনেই নতুন জীবন শুরু করতে চলছেন, সেই খবরেও সিলমোহর পড়ল। কেননা, এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফাঁস হলো তাদের বিয়ের কার্ড। তাতে রয়েছে গোমাতার ছবিও।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ ছিমছাম করে সাজানো হয়েছে নাগা-শোভিতার বিয়ের কার্ড। বড় করে লেখা হয়েছে তাদের নাম। পাত্র-পাত্রির অভিভাবকদের নামও রয়েছে। সেখানে বিয়ের দিন লেখা হয়েছে ডিসেম্বরের চার তারিখ।

কার্ডের ওপরের দিকের ঝুলন্ত ঘণ্টা নতুন জীবন শুরুর প্রতীক। নিচের দিকে দক্ষিণী মন্দির দেখা যাচ্ছে। তার সামনেই কলা পাতা ও গোমাতার (গরু) ছবি। মনে করা হচ্ছে শুদ্ধতা ও শান্তির প্রতীক হিসেবেই এমন ডিজাইন করা হয়েছে। নাগা-শোভিতার বিয়ের কার্ডের সঙ্গে একটি উপহারের ব্যাগও রয়েছে। তাতে পোশাক, খাবার পাঠানো হয়েছে বলেই শোনা গেছে।

জানা গেছে, গত দুই বছর ধরে শোভিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন নাগা। গত ৮ আগস্ট হায়দরাবাদে দুই তারকা বাগদানে আবদ্ধ হন। তার আগে কাকপক্ষীও টের পায়নি এই খবর! শোনা গেছে, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তারা।

২০১৭ সালে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। হিন্দু মতে দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সোশ্যাল মিডিয়ায় পদবী বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালে বিচ্ছেদ হয় তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ