সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

বিসিবি পরিচালকদের ‘গায়েব’ হওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংস্থার তৎকালীন সভাপতিসহ বেশিরভাগ পরিচালকই সরকার পতনের পর গাঁ ঢাকা দেন। তখন জরুরিভিত্তিতে সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদকে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

তবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো বিসিবির কার্যক্রমে সন্তুষ্ট নন সংশ্লিষ্টরা। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, জোড়াতালি দিয়ে চলছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এবার তার সঙ্গে একমত পোষণ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। তবে সমস্যা সমাধানে শিগগিরই ক্রীড়া সংস্থাগুলো সংস্কার করে বিসিবিতে নতুন পরিচালক আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্রীড়া উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ‘জোড়াতালি দিয়ে চলছে বিসিবি’ এমন মন্তব্য দৃষ্টিতে আনলে ক্রীড়া উপদেষ্টা বিষয়টি স্বীকার করে বলেন, ‘অনেক পরিচালক না থাকায় এটা বাস্তব যে বিসিবি জোড়াতালি নিয়ে চলছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন পরিচালকদের আমাদের নিতে হবে। সেটা নেয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে।’

‘আমাদের ক্রীড়া সংস্থাগুলোর পুর্নগঠনের কার্যক্রম চলমান আছে, সেগুলো পুনর্গঠন হলে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন পরিচালক যোগ হবে। বিসিবির বিভাগগুলো ভাগ করে দেয়ার ব্যাপার আছে। সেগুলো ভাগ করে দিলে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করছি’- যোগ করেন আসিফ মাহমুদ।

বিসিবিতে সৃষ্ট সংকটের পেছনে খেলাধুলার রাজনীতিকিকরণকে দায়ী করে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বিসিবিতে তো ধারাবাহিকতা ভাঙার কোনো কথা ছিল না। যদি বিসিবিতে রাজনীতিকিকরণ না করা হতো, তাহলে দেশে পরিবর্তন আসলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো।’

তিনি আরও বলেন, ‘আমি যখন দায়িত্ব নিলাম, তখন বিসিবির পরিচালকদের পাওয়া যাচ্ছিল না। কারও সঙ্গে যে পরামর্শ করব, এমন একটা লোক পর্যন্ত ছিল না। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে, গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল। আইসিসির যে ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ