টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চালে এক সপ্তাহের মধ্যে ফের ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
ধর্ষণের অভিযোগে লিউজেন চিরান (২০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার বনাঞ্চাল কাকড়াগুনী গ্রামে।
রোববার বিকেলে লিউজেনকে আটক দেখিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
এর আগে গত ৭ নভেম্বর বনের অভ্যন্তরে বেদুরিয়া গ্রামে ঘটে যাওয়া ৬ বছরের শিশু ধর্ষণ ঘটনায় ১১ নভেম্বর মামলা হয়েছে।
কাকড়াগুনীর অ্যান্থনি নকরেক, গারো নেতা তুষার নিকোলি, প্রবীণ চিসিম জানান, কাকড়াগুনী গ্রামের উজ্জল নকরেকের বখাটে ছেলে লিউজেন শনিবার দরিদ্র হাজং পরিবারের ৬ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে লিউজেন পালিয়ে যায়। এর আগে একাধিকবার এমন অসামাজিক কাজে যুক্ত থাকায় স্থানীয়রা লিউজনের বিরুদ্ধে বিচার শালিস করে সংশোধন হওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু ফের এমন ঘটনা ঘটানোয় তাকে পুলিশে দেওয়া হয়েছে।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ) ধারায় মামলা করেছেন। আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।