শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন অন্যায় ও অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার এক বক্তব্যে এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে তিনি দাবি করেছেন, ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করছে ইরান। এগুলো অযৌক্তিক ও আন্তর্জাতিক আইনবিরোধী।

ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস (আইআরআইএসএল) ও এর পরিচালককে সোমবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ব্রাসেলস। ইউক্রেন যুদ্ধে মস্কোর প্রতি তেহরানের সমর্থনের কারণে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা।

একই দিনে ইরানের এয়ারলাইনস ও শিপিং ক্যারিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। তাদের দাবি, রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ও তেহরানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

ওই বক্তব্যে বাকায়ি অভিযোগ করে বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নৌপরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করছে ইউরোপীয় দেশগুলো।

এদিকে গাজায় চলমান জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টিকে অস্বীকার করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চরম ভয়ঙ্কর ও মারাত্মক অমানবিক বলে মন্তব্য করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টি অস্বীকার করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ওই সাবেক উপনিবেশবাদী দেশটির রাষ্ট্রীয় বর্ণবাদী নীতিরই অংশ। ওই নীতি অনুসরণ করে গত এক বছরেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরাইলকে সব ধরনের মারণাস্ত্র দিয়ে সহযোগিতা করার মাধ্যমে লন্ডন গাজায় চলমান অপরাধযজ্ঞে তেল আবিবের সহযোগীর ভূমিকা পালন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ