মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

যুবলীগ নেতা মানিক হত্যা, একই সংগঠনের কর্মীর নানি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

পাকশীর যুবলীগ নেতা ওয়ালিফ হোসেন মানিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে যুবলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনির (হাতকাটা টুনটুনি) নানি ৬৫ বছর বয়সি হাজেরা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন জানান, নিহত ওয়ালিফ হোসেন মানিকের পিতা ইউনুচ আলী বাদী হয়ে ১২ জনকে নামীয় ও অপর ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, হাজেরা খাতুনকে মঙ্গলবার বেলা ১১টায় রূপপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে সোমবার সকাল ১০টার দিকে রূপপুর মোড়ে প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানিককে খুন করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ