শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির সাবেক সিইওকে শিক্ষামন্ত্রী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

একে একে প্রশাসনের শীর্ষ পদে নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই ধারাবাহিকতায় নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির (ডব্লিউডব্লিউই) সাবেক সিইও লিন্ডা ম্যাকমাহনকে মনোনয়ন দিয়েছেন। এবার কেবল সিনেটে অনুমোদনের অপেক্ষা।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

লিন্ডাকে মনোনীত করার বিষয়ে সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘গত চার বছর ধরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের (এএফপিআই) বোর্ড চেয়ার হিসেবে লিন্ডা অভিভাবকদের অধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা রেখেছেন। এএফপিআই এবং আমেরিকা ফার্স্ট ওয়ার্কসে (এএফডব্লিউ) কাজ করে তিনি ১২টি অঙ্গরাজ্যে সর্বজনীন স্কুল বাছাই করা সুযোগ তৈরি করেছেন। এর মাধ্যমে শিশুদের আয়ের স্তর বা অবস্থান নির্বিশেষে উচ্চমানের শিক্ষা পাওয়ার সুযোগ দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘সারা দেশে সর্বজনীন স্কুল বেছে নেওয়া সুযোগ সম্প্রসারণে তিনি অক্লান্ত পরিশ্রম করবেন।’

ম্যাকমাহনকে ‘পিতামাতার অধিকারের জন্য কঠোর উকিল’ হিসাবে বর্ণনা করে ট্রাম্প বিবৃতিতে বলেছেন ‘আমরা শিক্ষাকে রাজ্যে ফেরত পাঠাব এবং লিন্ডা সেই প্রচেষ্টার নেতৃত্ব দেবেন।’

বর্তমানে ম্যাকমাহন রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত কমিটির কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই কমিটির ট্রাম্প প্রশাসনের প্রায় ৪ হাজারপদ পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্য গার্ডিয়ান অনুসারে, লিন্ডা ম্যাকমাহন ট্রাম্পের প্রথম মেয়াদকালে তার মন্ত্রিপরিষদে কাজ করেছেন। তিনি ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসক হিসেবে কাজ করেছেন।

এছাড়া ২০২১ সাল থেকে ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের বোর্ড চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন লিন্ডা ম্যাকমাহন। আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অধীনে পরিচালিত সেন্টার ফর দ্য আমেরিকান ওয়ার্কারের চেয়ার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ