গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা। বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়ক অবরোধ ও ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার ভোরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে গ্রেফতার হন গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।
কিরণের গ্রেফতারের খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বুধবার এ বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদল যুগ্ন আহ্বায়ক বেনজির আহমেদ খান পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুবদল নেতা লিপু মোল্লা,ছাত্রদল নেতা রিগান প্রমুখ।
এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কুশপুত্তলিকা দাহ ও শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিলটি সাহারা মার্কেট এলাকা থেকে সরে গিয়ে স্টেশন রোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শাখা সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ একজন দুর্নীতিবাজ ব্যক্তি ছিলেন। তিনি দুবারের মেয়রের (ভারপ্রাপ্ত) পদে থাকাকালে গাজীপুর মহানগরীতে উন্নয়ন না করে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি একজন ভূমিদস্যু। বিগত সরকারের আমলে তার ভয়ে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। গত মঙ্গলবার তিনি বিজিবির হাতে গ্রেফতার হয়েছেন। বিক্ষোভ সমাবেশে গাসিকের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়রের শাস্তির দাবি জানান তারা।
বিজিবির হাতে গ্রেফতার হওয়া সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণকে শার্শা থানায় ও পরে মঙ্গলবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিরণ গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ মোট পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি। আজ তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।