মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৪৮ প্রদর্শন করেছেন

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা শেখ রাসেল মিয়া (২৮) নিহত হয়েছেন। বুধবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

নিহত রাসেল উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রাসেল মিয়া গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক।

বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক তাঁতকুড়া এলাকায় মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের ধাক্কায় ছিটকে পড়ে। এ সময় গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি মো. গোলাম কাজীয়েল হাজাদ মুন্সী শাহী বলেন, কৃষকদল নেতা শেখ রাসেল মিয়ার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ