সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

মহারাষ্ট্রে দীপিকা-আলিয়া-শাহরুখ-সালমানদের মিলনমেলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

গতকাল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সকাল ৭টায় শুরু হওয়া এই নির্বাচনে ভোট দিতে দেখা গেছে  শাহরুখ খান ও তার পরিবার, অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনসহ বলিউডের অসংখ্য সেলেব্রিটিদের।

বিধানসভায় ২৮৮টি আসনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। আগামী ২৩ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। যেখানে ১৪৫টি আসনে জিতলে সংখ্যাগরিষ্ঠতা পাবে একটি দল।

বুধবার ৫২ হাজার ৭৮৯টি স্থানে ১ লাখ ১৮৬টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৬৫ শতাংশ, যা ১৯৯৫ সালের পর থেকে সর্বোচ্চ। এবার মহারাষ্ট্র নির্বাচনে বিশেষ আকর্ষণ ছিলেন বলিউডের তারকারা।

ভোট গ্রহণের পর এক্সিট পোলগুলি মহারাষ্ট্রে মহাযুতির ফিরে আসার পূর্বাভাস দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন মহাযুতি এগিয়ে আছেন এক্সিট পোলে। মহাযুতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে আছেন মহা বিকাশ আঘাদি।

শাহরুখ খান, সালমান খান, সাইফ আলি খান-কারিনা কাপুর, রণবীর কাপুর, অনন্যা পান্ডেকে দেখা গেছে ভোট দিতে। ভোটের পর আঙুলে কালির চিহ্নও দেখিয়েছেন তারা। যা সামাজিক যোগাযোগ ম্যাধমে বাকি ভোটারদেরকেও ভোট দিতে অনুপ্রাণিত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ