নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় চোলাই মদসহ ১ (এক) নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আসামি সিরাজগঞ্জের সদর থানার সয়াধানগড়া এলাকার মালতি হরিজন(৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট ডিউটিরত অবস্থায় থাকাকালীন গোপন সংবাদে জানতে পারে যে বগুড়া থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের যাত্রী মাদক বহন করছে এমন একটি তথ্য পায় হাইওয়ে পুলিশ। উক্ত তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ এর নেতৃত্বে যাত্রীবাহী বাস তল্লাশি করে মাদকসহ আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ (উনিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।