কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচএম আবু জাফর বলেছেন, ছাত্রলীগকে দেশের সাধারণ ছাত্র-জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড আর কোনো দিন ক্যাম্পাসে ফিরে আসবে না।
রোববার সকালে টঙ্গী সরকারি কলেজ প্রাঙ্গণে শহিদ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে উত্থাপিত ৩১ দফার আলোকে ‘শিক্ষার্থীদের চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্র রাজনীতি’ শীর্ষক ক্যাম্পেইনে এইচএম আবু জাফর এসব কথা বলেন।
এতে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সাইফুল ইসলাম শামীম, এসএম মোমিনুর রহমান, মাসুম হোসেন, বোরহান উদ্দিন ও মোবারক হোসেন রাসেল প্রমুখ।
এইচএম আবু জাফর বলেন, ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস অর্জনের ইতিহাস। ছাত্রদল কখনো ছাত্রলীগের মতো চোরাগোপ্তা রাজনীতিতে বিশ্বাস করে না। ছাত্রদল কখনো সন্ত্রাসকে লালন করে না। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে। পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৩১ দফা সংবলিত পুস্তিকা তুলে দেওয়া হয়।