বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

ভারতে মসজিদ সমীক্ষাকে ঘিরে সংঘাতে নিহত ৪, বন্ধ ইন্টারনেট-স্কুল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩ প্রদর্শন করেছেন

ভারতে উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল যুগের একটি প্রাচীন মসজিদে ‘সার্ভে’ বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে রোববার দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

সহিংসতায় আহত হয়েছেন কম করে ৩০ জন পুলিশের সদস্য। ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে।

এ ঘটনায় সাম্ভাল তহসিলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুলে ২৫ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত বাইরের কেউ, সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধিদের সাম্ভালে প্রবেশ না করতে বলা হয়েছে।

যে মসজিদকে ঘিরে এত সংঘাত, সেটির নাম শাহি জামা মসজিদ। মুঘল সম্রাট বাবর এ মসজিদ নির্মাণ করেন। এখন হিন্দুত্ববাদীরা দাবি তুলেছেন, একটি হিন্দু মন্দির ভেঙে সেখানে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। এ নিয়ে আইনি লড়াইও চলছে।

একটি পিটিশনের ভিত্তিতে সম্প্রতি আদালত শাহি জামা মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন।

গতকাল কর্মকর্তারা সমীক্ষা করতে গেলে স্থানীয় মানুষের বাধার মুখে পড়েন। সে সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ দুই নারীসহ ২১ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় একটি তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তিনি বলেছেন, যারা সংঘাতে ছিলেন বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ব্যবস্থা নেওয়া হবে।

যে কারণে মসজিদ সমীক্ষা ঘিরে সাম্ভালে সংঘাত

সাম্ভালে উত্তেজনা চলছে গত মঙ্গলবার থেকে। স্থানীয় একটি আদালতের নির্দেশে সেদিন সরকারি কর্মকর্তারা জামা মসজিদে সমীক্ষা চালান। মসজিদটি যে জায়গায় অবস্থিত, সেখানে আগে হরিহর মন্দির ছিল—এমন দাবি করে আদালতে একটি পিটিশন করেছেন উগ্র হিন্দুত্ববাদীরা। ওই পিটিশনের ভিত্তিতে আদালত সমীক্ষা চালানোর নির্দেশ দেন। মঙ্গলবার সমীক্ষার কাজ শেষ না হওয়ায় রোববার সকালে আবার সমীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়।

হিন্দুদের পক্ষের একজন আইনজীবী দাবি করেছেন, ১৫২৯ সালে সম্রাট বাবর মন্দির ভেঙে সেখানে জামা মসজিদ নির্মাণ করেছেন।

মুসলমানদের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘এটি একটি উসকানি, যা ধর্মীয় স্থানের পবিত্রতার লঙ্ঘন। ভারতে ১৯৯১ সালে হওয়া একটি আইনে ধর্মীয় স্থানের পবিত্রতার সুরক্ষা দেওয়া হয়েছে।

সংঘাত হলেও কর্মকর্তারা সমীক্ষা চালিয়েছেন। ২৯ নভেম্বর সমীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পিটিশনকারীদের একজন বিষ্ণু শংকর জৈন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ