শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছে। রোববার রাতে আউচপাড়া মোল্লাবাড়ির অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা মতির চারতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাবিবুল্লাহ (১৯)। এ ঘটনায় নিহতের বোন জান্নাতি হাবিবা (১৩) আহত হয়েছেন। নিহত হাবিবুল্লাহ শরীয়তপুর জেলার সখিপুর থানার বাহেরচর কদমতলী গ্রামের রুহুল আমিনের ছেলে। তারা পরিবার নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

ভাড়াটিয়ারা জানান, রোববার রাত পৌণে ১০টার দিকে হঠাৎ অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা মিতার চারতলা বাড়ির নিচতলায় সেফটিক ট্যাংকি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষের ওয়াশরুমসহ তিনটি রুমের দেয়াল ধসে পড়ে। এ সময় কক্ষে থাকা হাবিবুল্লাহ ও তার বোন জান্নাতি হাবিবা আহত হন। পড়ে ভাড়াটিয়ারা এসে গুরুতর আহত হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত জান্নাতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, সেপটিক ট্যাংকের বাইপাস লাইন না থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ওই বাড়ির নিচ তলার তিনটি কক্ষ ভেঙ্গে তছনছ হয়ে গেছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ