সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বোরো ফসল রক্ষা বাঁধের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এককথায়- পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে।

 

মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুরের রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার, বোরো ফসলি মাটিয়াইনসহ উপজেলার বিভিন্ন হাওড় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, হাওড়ে যেভাবে পলিথিন দেখলাম, এসব বিষয়ে আমরা একটি পরিকল্পনা হাতে নিচ্ছি। হাওড়ের পরিবেশ-প্রকৃতি কিভাবে ঠিক থাকবে, তা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি।

 

তিনি আরও বলেন, হাওড়ের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে।

 

টাঙ্গুয়ার হাওড়ে ট্যুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাওড়াঞ্চলের লাখ লাখ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে; যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারেন।

 

হাওড় পরিদর্শনকালে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয় সচিব, সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ যুগান্তরকে জানায়, চলতি বছর বোরো মৌসুমে জেলার তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় ১৩৪টি হাওড়ের বোরো ফসল রক্ষায় ১ হাজার ৭শ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ