সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহের পর শক্তি আরও বাড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ চলমান আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড ২৫২ রানের পুঁজির পর ম্যাচ জিতেছে ১৫৪ রানের বড় ব্যবধানে। এমন দাপুটে জয়ের পর এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর সেই লক্ষ্যে মাঠে নামার আগে স্কোয়াডে শক্তি আরও বাড়িয়েছে বাংলাদেশ।

সিরিজের শেষ দুই ম্যাচের আগে টপ অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তারকে। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ২০ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার।

এর আগে প্রথম ম্যাচে প্রথম তিন ব্যাটারই রানের দেখা পেয়েছেন। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে এজন্য তারা খেলে ফেলেন ১১২ বল।

৩৮ রান করতে মুর্শিদা নেন ৬১ বল আর ক্যারিয়ারের ১১তম ফিফটি করা ফারজানার ব্যাট থেকে আসে ১১০ বলে ৬১ রান। তিন নম্বরে নেমে ফেরার ম্যাচ রাঙিয়ে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার। বাংলাদেশ পায় ২৫২ রানের রেকর্ড সংগ্রহ।

তবু টপ-অর্ডারে শক্তি আর বাড়াতেই দিলারাকে অপেক্ষমাণ তালিকা থেকে মূল স্কোয়াডে আনা হয়েছে। তার এই সংযোজন টপ অর্ডারে রানের চাকা আরও সচল করবে বলে বিশ্বাস নির্বাচকদের।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারারা। প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেন তিনি। ব্যাটিংয়ের সুযোগ পাননি দ্বিতীয়টিতে। ওই সিরিজের পর আর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাননি তিনি।

ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরলেও টি-টোয়েন্টি দলে প্রায় নিয়মিত খেলছেন দিলারা। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশের হয়ে অন্তত দুইশ রান করা ব্যাটারদের মধ্যে দিলারার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।

উল্লেখ্য, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ