সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

টেস্টে বুমরাহ, ওয়ানডেতে আফ্রিদিকে টপকে শীর্ষে রশিদ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে বোলারদের শীর্ষ র‌্যাংকিংয়ে উঠে এসেছিলেন এই তারকা পেসার। তবে এক সপ্তাহও ধরে রাখতে পারলেন না সেটি। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাওয়ার সঙ্গে এই পেসার হারিয়েছেন তার শীর্ষস্থান।

আফ্রিদিকে টপকে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। অন্যদিকে পার্থ টেস্টে বল হাতে নেতৃত্ব দিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে টি-টোয়েন্টিতে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। বুধবার সবশেষ আইসিসির র‌্যাংকিং হালনাগাদের পর দেখা গেছে এমন চিত্র।

রশিদের সঙ্গে অবশ্য আফ্রিদির পয়েন্টের ব্যবধানটা খুব বেশি নয়। মাত্র ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন রশিদ। আফগান এই স্পিনারের রেটিং ৬৮৭। অন্যদিকে আফ্রিদির রেটিং ৬৮২। এ তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে অবস্থান মেহেদী হাসান মিরাজের। তালিকার ২৪ নম্বরে রয়েছেন এই স্পিনার।

টেস্টে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। তার বর্তমান রেটিং ৮৮৩। অন্যদিকে দুইয়ে থাকা কাগিসো রাবাদার রেটিং ৮৭২।

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তাইজুল ইসলাম। তবে ৫ ধাপ অবনতি হয়েছে তার। অবস্থান ২৩ নম্বরে। তবে সুখবর পেয়েছেন তাসকিন আহমেদ। ১৬ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন ৫১ নম্বরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ