সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

হাজার ছোঁয়া হলো না উইলিয়ামসনের, হারের দ্বারপ্রান্তে কিউইরা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের পথে সফরকারী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৯ রান করেছে ইংল্যান্ড। লিড পেয়েছে ১৫১ রানের। যা টপকে ইংলিশদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যাট করতে নেমে ১৫৫ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বসেছে কিউইরা। এখনও সফকারীরা এগিয়ে ৪ রানে।

সব মিলিয়ে ক্রাইস্টাচার্চ টেস্টে অতিনাটকীয়তা না হলে নিশ্চিতভাবেই হারের ‍মুখে কিউইরা। একইদিন হাজার ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয়েছে কেন উইলিয়ামসনকে।

দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে আউট হওয়ার আগে পথে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তার সামনে সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার। তবে সেটি এদিন হয়নি। ৯৯৯ রানে থামতে হয়েছে তাকে। অবশ্য পরের টেস্টেই নিশ্চিয় সেটি ছুঁয়ে ফেলবেন তিনি।

কাজেই সেটি নিয়ে খুব বেশি আক্ষেপ না করলেও কিউইরা আছে হারের অপেক্ষায়। কেননা, দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র গড়েন ৪১ রানের জুটি।

রবীন্দ্র ব্যক্তিগত ২৪ রানে আউট হলে মিচেলকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। এই জুটি থেকে রান আসে ৬৯। তাতে ইনিংসের একপর্যায়ে ৩ উইকেটে ১৩৩ রানে পৌঁছায় নিউজিল্যান্ড। তবে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে আউট হলে জুটি ভাঙে। পরের বলে আরেক উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। এরপর দিনের শেষ দিকে আউট হন প্রথম ইনিংসে ৫৮ রান করা গ্লেন ফিলিপস। ৩টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ওকস।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ৩৪৮ ও ১৫৫/৬( উইলিয়ামসন ৬১, মিচেল ৩১; ওকস ৩/৩৯, কার্স ৩/২২)।

ইংল্যান্ড: ৪৯৯( ব্রুক ১৭১, স্টোকস ৮০;  হেনরি ৪/৮৪, স্মিথ ৩/১৪১)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ