সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

যশোরে আরেক যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ প্রদর্শন করেছেন

ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সজীব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ২৬ নভেম্বর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য যশোর জেলা কমিটি প্রকাশ করা হয়। এতে রাশেদ খানকে আহ্বায়ক, জেসিনা মুর্শিদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১১২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। পরদিন নানা অভিযোগ তুলে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ।

লিখিত পদত্যাগপত্রে সজীব উল্লেখ করেছেন-২৬ নভেম্বর ঘোষিত কমিটিতে চরম বৈষম্যের শিকার হয়েছে ছাত্র-জনতা। আন্দোলনের সহযোদ্ধারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ভ‚মিকা রেখেছে। কিন্তু আমরা নিজেরাই ছাত্রলীগকে পুর্নবাসন করছি। যা আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সজীব বলেন, যারা সরাসরি ছাত্রলীগের সভা সমাবেশে যোগ দিয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অথচ এই বিপ্লবের সঙ্গে সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এমন অনেককেই কমিটিতে রাখা হয়নি।

এ ব্যাপারে জানতে জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খানের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ