সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

অবসর সময় কাটাচ্ছেন বিরাট-আনুশকা, নতুন ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫ প্রদর্শন করেছেন

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে (বর্ডার–গাভাস্কার ট্রফি) ক্যারিয়ারের ৮১তম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আর সেঞ্চুরির পরই এর কৃতিত্ব দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মাকে। এ খেলায় প্রায়ই গ্যালারিতে দেখা গেছে এ বলিউড অভিনেত্রী।

এর আগেও বিভিন্ন সময়ে ক্যারিয়ারে সাফল্যের পেছনে আনুশকার অবদান সামনে এনেছেন বিরাট। বিয়ের আগেও প্রেমিকের ম্যাচ দেখতে অভিনেত্রীকে একাধিকবার দেখা গেছে গ্যালারিতে।

এই টেস্টের প্রথম ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে বিরতি। আগামী ৬ ডিসেম্বর শুরু হবে পরবর্তী ম্যাচগুলো। যার ফলে এই অবসরে স্ত্রী অনুশকার সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাচ্ছেন বিরাট। সম্প্রতি তাদের একটি নতুন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তারা একজন ভক্তের সঙ্গে পোজ দিচ্ছেন।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, আনুশকা ও বিরাট একদম আরামদায়ক এবং সাধারণ পোশাক পরে আছেন। আনুশকা পরেছিলেন আয়স ব্লু প্যান্ট, কালো টি-শার্ট। অন্যদিকে বিরাট পরেছিলেন ক্রিম রঙের টি-শার্ট এবং আয়স ব্লু প্যান্ট। আনুশকা তার লুকটি সাধারণ রেখেছিলেন, কোনো মেকআপ ছাড়াই । তিনি ছোট সোনা কানের দুল, একটি সূক্ষ্ম নেকলেস এবং একটি ঘড়ি পরেছিলেন। আনুশকার হাতে একটি হেয়ার টাই এবং অন্য হাতে একটি কালো ক্যাপ ছিল। শেয়ার করা ছবিটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে অপটাস স্টেডিয়ামে। বিরাট কোহলি দুর্দান্ত একটি শতক করেন দ্বিতীয় ইনিংসে। শতক পূর্ণ করার পর বিরাট স্ত্রীর প্রতি প্রেমময় অভিনন্দন জানিয়ে উড়ন্ত চুমু পাঠান, যেটি ছিল তাদের সম্পর্কের একটি বিশেষ মুহূর্ত। আনুশকা সেই সময় স্টেডিয়ামে বসে বিরাটকে সমর্থন জানাচ্ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ