সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

তাজমহলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

বিশ্বের সাত আশ্চর্যের অন্যতম তাজমহল। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত এই ঐতিহাসিক স্থান ঘিরে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ই-মেইলে কে বা কারা বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

হুমকি সম্বলিত ই-মেইল পাওয়ার পরপরই তাজমহল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সেখানে বম্ব স্কোয়াডও পৌঁছেছে।

পরে অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানে বিপজ্জনক কিছু মেলেনি। শুধু আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেল পাঠানো হয়েছিল বলে ধারণা করছে তারা।

পুলিশের এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি আসে। এরপরেই পর্যটকদের সরিয়ে ফেলা হয় নিরাপদ চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে বোমা খোঁজা হয় তন্নতন্ন করে। যদিও বিপজ্জনক কোনও বস্তু মেলেনি।

উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জনান, হুমকি সম্বলিত ই-মেইলটি পাওয়ামাত্র সেটিকে আগ্রা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছিল।

উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক মমতাজ মহলের এই স্মৃতিসৌধ দেখতে আসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ