মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগাতে চান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫ প্রদর্শন করেছেন

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশজুড়ে বৃক্ষরোপনের ইচ্ছার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিএনপি আগামীতে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে সারা দেশে আমার পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ করব। যেগুলো বড় বৃক্ষ, রেইনট্রি। আমাকে এই কাজে সহযোগিতা করবেন বলে আশা করি।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

বিএনপির ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে এসময় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘বিএনপি দুই বছর আগে ৩১ দফা দিয়েছে। দুই বছর আগে আমরা জানতাম না যে, ৫ আগস্ট আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করব। কিন্তু দুই বছর আগে দেশ এবং দেশের মানুষকে নিয়ে বিএনপির চিন্তা ভাবনা ছিল। দেশ এবং দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায়, সে নিয়ে চিন্তা ছিল। স্বৈরাচারকে বিদায় করব, যখন আমরা জানতাম না, তখনই এই ৩১ দফা দিয়েছি। তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছিলেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ