বেশ কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে পাওয়ার কাপল দম্পতি অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। জানা গেছে, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। টালিউডে জোর জল্পনা— বিবাহবিচ্ছেদের পথেই নাকি এগোচ্ছেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি তারা। তবু বেশ কয়েক মাস ধরেই ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার।
আর যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা যে বিচ্ছেদের পথে হাঁটবেন, তা অনুরাগীদের কল্পনাতীত। ভাবেননি তাদের সহকর্মীরাও। তাই দাম্পত্য ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত সবাই। তারপর থেকেই ‘সাবেক’ জুটির শুভাকাঙ্ক্ষীরা তাদের বিচ্ছেদ আটকানোর নানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিন্তু এ মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কুলুপ এঁটেছেন দুপক্ষই।
এদিকে যিশুর সঙ্গে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব কারও অজানা নয়। বন্ধুর বিয়ে ভেঙে যাওয়ার পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নিয়েছিলেন কি?—এমন প্রশ্ন উঠে এসেছিল নেটিজেনদের মাঝে। যদিও এ বিষয়ে শাশ্বত কখনো মুখ খোলেননি। প্রিয় বন্ধুর বিচ্ছেদ প্রসঙ্গে কেন কোনো মন্তব্য করেননি?
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের এক প্রশ্নের উত্তরে অভিনেতা বললেন— স্ত্রীর কাছে ঘটনা সম্পর্কে জানতে পারেন। কী মন্তব্য করব? আমি তো কিছু জানতামই না। আমার স্ত্রীর থেকে ঘটনার কথা প্রথম জানতে পারি। শাশ্বত বলেন, আসলে আমাদের পুরুষদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয় না খুব একটা। ওর বউ কী করলেন, এর বউ কী করলেন, সেই তথ্য থাকে না আমাদের কাছে।
শাশ্বতের স্ত্রী মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার গভীর বন্ধুত্ব। প্রায়শই একসঙ্গে তারা আনন্দ ও গল্পে মেতে ওঠেন। সেই মুহূর্তের ছবিও রয়েছে তাদের প্রোফাইলে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নীলাঞ্জনার ছবি পোস্ট করে মহুয়া লিখেছেন— আমার চেনা অন্যতম শক্তিশালী ও দারুণ নারীর জন্য। তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত। সব সময় তোমার পাশে আছি। এই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে নিয়ে পাল্টা ভালোবাসা জানিয়েছিলেন নীলাঞ্জনাও।
জানা গেছে, যিশু-নীলাঞ্জনার সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। মুম্বাই গিয়েই নাকি শিনাল সুর্তির সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি অভিনেতার আপ্তসহায়ক। যার ফলেই নাকি ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। দুই মেয়ে রয়েছে মায়ের সঙ্গে।
এমন পরিস্থিতিতে নীলাঞ্জনা একাই যেসব দিক সামলাচ্ছেন, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে প্রাথমিকভাবে প্রচারের আলো থেকে দূরে থাকলেও সম্প্রতি প্রকাশ্যে ধরা দিয়েছেন যিশু। তার অভিনীত আসন্ন ছবি ‘খাদান’-এর প্রচারমূলক অনুষ্ঠানে অভিনেতার দেখা মিলেছে।