সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ।

এদিন ভোরেই রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান আসাদ।

এরই মাঝে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, উড্ডয়নের পরই বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এরই জেরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে, তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে।

সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন।

এর আগে, রোববার ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। যা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটায়। বিদ্রোহী গোষ্ঠী হায়’আত তাহরির আল-শাম (HTS) দামেস্ক দখল করে নিলে এ ঘটনা ঘটে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ