সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কলেজের ছাত্রাবাস সিটি হাউস থেকে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে নিহতের লাশটি হাসপাতালে আনার পর বিষটি জানাজানি হয়।

নিহত মিনতাজুল হাসান প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। সে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

 

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবরের হাসপাতালে তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় শিক্ষার্থীরা । ওই সময় সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করে ফেলে। এমন কি সংবাদ প্রকাশ করত নিষেধ করা হয়। সংবাদ প্রকাশ করলে ভালো হবে না বলেও  হুমকি দেওয়া হয়।

 

সিটি হাউজ ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম বলেন, প্রতীক প্রতিদিনের ন্যায় সকালে কলেজে যায়। বিকালে কলেজ ছুটির পর সে ছাত্রাবাসে এসে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে অন্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা আমাদের এসে জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার ছাত্রাবাসে গেলে তার বন্ধুরা আমাকে তার বাবা মাকে লেখা একটি সান্ত্বনা দেওয়া চিরকুটসহ কয়েকটি চিরকুট দেয়। আমি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার পরিবার আসলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ