বোর্ডার-গাভাস্কার ট্রফি এখন রোমাঞ্চে ঠাঁসা। প্রথম দুই টেস্টের একটি করে জিতে সমতায় রয়েছে দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। আজ ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছে তারা। কিন্তু বিধি বাম!
বৃষ্টির দাপটে খেলা হয়েছে মোটে ১৩.২ ওভার। তাতে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। ৩৩ বলে ৪ রান নিয়ে ব্যাট করছেন নাথান ম্যাকসুইনি, অন্যপ্রান্তে ৪৭ বলে ১৯ রান এসেছে উসমান খাজা।
ভারত-অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর দ্বৈরথ দেখতে ব্রিসবেনের মাঠে হাজির হয়েছিলেন ৩০ হাজারের বেশি দর্শক। বৃষ্টিতে তাদের টিকিটের টাকাটাই জলে যাচ্ছিল। তবে তাদের হতাশা কাটাতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অঘোষিতভাবে ব্রিসবেন টেস্ট নেমে এলো চারদিনে। রোববার দ্বিতীয় দিনে ন্যূনতম ৯৮ ওভার খেলার লক্ষ্য থাকবে দুই দলের। এদিন বৃষ্টির দাপট কতটা ছিল সেটি বোঝা যাবে ব্রিসবেন আবহাওয়ার ব্যুরোর দেওয়া তথ্যে। তারা ১৫ মিলিমিটার বৃষ্টির পূর্ভাবাস দিলেও, শহরটিকে আজ ৭০ মিলিমিটার বৃষ্টির মোকাবিলা করতে হয়েছে।
টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়ে সিএ বলছে, ৩০ হাজার ১৪৫ জন দর্শক পুরো টাকা ফেরত পাবেন, যেহেতু প্রথমদিন ১৫ ওভারেরও কম খেলা হয়েছে। বোর্ডের গভর্নিং বডি আবহাওয়াজনিত ক্ষতি পোষাতে এই সিদ্ধান্ত নিয়েছে।