সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা জানাল মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪ প্রদর্শন করেছেন

সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছে দেশটির সেনারা। এই অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধেও। ইউক্রেন ও পশ্চিমাদের দাবি ছিল, মোটা বেতনের টোপ দিয়ে ভারতীয় যুবকদের নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছে রাশিয়া। যা নিয়ে উদ্বেগ বাড়ছিল। আর এই পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের সংখ্যা জানিয়েছে মোদি সরকার।

রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখনো রুশ সেনাবাহিনীতে ১৯ জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছে তারা। ভারতের লোকসভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন এমন তথ্য।

সিবিআইয়ের দাবি, মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হতো রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে। সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউবে মোটা বেতনে বিদেশে চাকরির লোভ দেখিয়ে চালানো হতো প্রচার। জায়গায় জায়গায় এজেন্টও নিয়োগ করেছে তারা। কোনো বেকার যুবক চাকরির আগ্রহ প্রকাশ করলে সব রকম ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দেয়া হত রাশিয়ায়। গন্তব্যে পৌঁছনোর পর কেড়ে নেয়া হত ওই যুবকদের পাসপোর্ট। ফলে পালানোর কোনও সুযোগ থাকত না। আর যুদ্ধে এই সব ভারতীয় যুবকদের একেবারে সামনের সারিতে রাখা হত।

সিবিআইয়ের দাবি, ১৯ জন ভারতীয় বর্তমানে রুশ সেনাবাহিনীতে কর্মরত থাকলেও দ্রুতই তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। গত বছর রুশ সেনার সহযোগী হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এ ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাদের ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।

রুশ সেনাবাহিনীতে ভারতীদের উপস্থিতি বিষয়ে গত জুলাই মাসে রাশিয়া সফরে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একান্ত বৈঠকে ভারতীয় নাগরিকদের ছেড়ে দেয়ার ব্যাপারে ‘বন্ধু’ পুতিনকে অনুরোধ করেন তিনি। তার পর থেকেই একে একে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের ছেড়ে দেয়ার কাজ শুরু করে পুতিন সরকার।

এই বছরের বর্ষা অধিবেশনের শুরুতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় বলেছিলেন যে, রাশিয়া-ইউক্রেন সীমান্তে ঊনসত্তর জন ভারতীয় এখনো রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন যে তাদের সবাইকে শিগগিরই মুক্তি দেয়া হবে।

আমাদের কাছে মোট ৯১ টি ভারতীয় নাগরিকের মামলা রয়েছে যারা রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছিলেন। তাদের মধ্যে আটজন দুর্ভাগ্যক্রমে মারা গেছেন। ১৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে, তারা আমাদের সহায়তায় ফিরে এসেছেন। সেখানে ৬৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন যারা রাশিয়ান সেনাবাহিনীর কাছ থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ