সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩ প্রদর্শন করেছেন

চাঁদপুরের হাজীগঞ্জে সুমাইয়া আক্তার পায়েল (১৯) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী নাজাদ ভূঁইয়াকে আটক করা হয়েছে।

নিহত সুমাইয়া আক্তার পায়েল হাজীগঞ্জের দেশাঁও গ্রামের দক্ষিণ সর্দার বাড়ির সাগর চৌধুরীর মেয়ে। অপরদিকে অভিযুক্ত স্বামী নাজাদ ভুঁইয়া একই উপজেলার রাজারগাঁ গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।

স্বামী নাজাদ ভুঁইয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক যুগান্তরকে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পায়ের ঘরের দরজা বন্ধ পাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পায়েলের বাবা নাজাদ ভুঁইয়া ও তার বাবা আবদুর মান্নান এবং মা জেসমিনকে আসামি করে রোববার সকালে একটি হত্যা মামলা করেছে।

মৃত পায়েলের বাবা সাগর চৌধুরী জানান, সে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নেয়। পরে আমি তাকে মেনে নেই। কিন্তু বিয়ের পর থেকে সে আমার মেয়ের ওপর অত্যাচার করতো। সে নেশাগ্রস্ত। প্রায়ই নেশার টাকার জন্য আমার মেয়েকে চাপ দিন। আমি টাকা না দিলে আমার মেয়ের ওপর অত্যাচার করতো।

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল জানান, ঘটনাটি আমার গ্রামেই। পায়েলের ওপর অত্যাচার হত এমন কথা তার বাবা প্রায়ই আমাদেরকে জানাত। কিন্তু কোনো কাজে আসেনি। আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে আসামিদের বিচারের মুখোমুখি করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ